Tuesday , March 20 2018
Home / জেলা / এক ব্রিজেই ৫০টি মৌমাছির বাসা!

এক ব্রিজেই ৫০টি মৌমাছির বাসা!

এলাকার সব মৌমাছিরা এবার বাসা বেঁধেছে মানিকগঞ্জের হরিরামপুর-বলড়া সড়কের পিপুলিয়ার একটি ব্রিজের রেলিংয়ের নিচে। তা-ও আবার একটি-দুটি নয়; ওই একটি ব্রিজেই মৌমাছির দল ৫০টি চাক বেঁধেছে। একসঙ্গে এতগুলো মৌচাক দেখার জন্য এখন প্রতিদিনই ভিড় করছে উৎসুক মানুষ। আর ভ্রমণপিপাসুরা তো আছেনই।

জানা যায়, এ ব্রিজে ১০ বছর ধরে মৌমাছি চাক তৈরি করে। এতে সারা বছরই এখানে মৌচাক থাকে। বছরের অন্য মৌসুমে ২০ থেকে ২৫টি চাক থাকলেও শীতে এর সংখ্যা বেড়ে যায়। চলতি সরিষা মৌসুমে এখানে ৫০টি চাক বসেছে।

হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্দারমানিক গ্রামের আবিদ হাসান আবিদ বলেন, ৪৫ ফিট পিপুলিয়া ব্রিজের নিচে সারা বছরই মৌমাছির চাক থাকে। চলতি বছর ৫০টি মৌমাছির চাক রয়েছে।

এ ব্যাপারে হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা জহিরুল হক বলেন, পিপুলিয়া ব্রিজে সারা বছরই মৌমাছি থাকে। এটি মৌমাছির নিরাপদ আশ্রয়স্থল। পর্যাপ্ত মধু ও পানি থাকায় শীত মৌসুমে এখানে মৌচাকের পরিমাণ বেড়ে যায়।

About shongibd

Check Also

বিয়ের ৪ বছর পর শাশুড়ির কাছে যৌতুক ফেরত দিলেন এরশাদ

যৌতুক ফেরত – যৌতুক বিরোধী আইনের দৃষ্টান্ত হিসেবে বিয়ের ৪ বছর পর শাশুড়িকে যৌতুকের টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *